Lead Newsকরোনাভাইরাসস্বাস্থ্য ও চিকিৎসা

অনুমোদন ছাড়াই মঙ্গলবার থেকে করোনা পরীক্ষা করবে গণস্বাস্থ্য, উন্মুক্ত সবার জন্য

সরকারের অনুমোদন না পেলেও আগামী মঙ্গলবার (২৬ মে) থেকে নিজেদের উদ্ভাবিত কিট দিয়ে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা শুরু করতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র।

শনিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার থেকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল এবং সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে করোনার পরীক্ষা শুরু হবে। সবাই সেখানে গিয়ে পরীক্ষা করাতে পারবেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অনুমোদন তো আমাদের আছেই। তারা তো আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে। আমাদের হাসপাতালকেও অনুমোদন দিয়েছে। সেটার বলেই আমরা করছি।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, ‘বিএসএমএমইউতে আমাদের উদ্ভাবিত কিটের সক্ষমতা যাচাইয়ের যে পরীক্ষা চলছে, আমার মনে হয় না তারা ঈদের আগে সেটার ফলাফল দিতে পারবে। সেজন্য ঈদের পরে শুরু করছি আমাদেরটা। আমরা আর অপেক্ষা করব না। মঙ্গলবার (২৬ মে) থেকে আমরা শুরু করছি। ওই দিন থেকে ঢাকা ও সাভার দুই জায়গায়ই শুরু করব। দুটো টেস্টই হবে এন্টিজেন্ট ও এন্টিবডি। লালা ও রক্ত দুটোই লাগবে পরীক্ষার জন্য। যেকোনো ব্যক্তি এসে পরীক্ষা করে নিতে পারবে।’

কিটের অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হাসপাতালের প্যাথলজি বিভাগে পরীক্ষার জন্য সরকারের অনুমতি নিতে হবে কেন? সরকার কি এতে বাধা দিতে পারে? তাছাড়া তাদের হাসপাতাল ওষুধ প্রশাসন অধিদপ্তরের অধীনে না এবং বিএসএমএমইউ তাদের কিট ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে। তারপরও অনুমতি ছাড়া কিট পরীক্ষা জন্য সরকার চাইলে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে এ বিষয়ে নথি দিলে তখন সরকারকে এর উত্তর দেওয়া হবে।

তবে কয়েকটি গণমাধ্যমে সূত্রে জানা যায়, আগামীকাল রোববার থেকেই ঢাকা ও সাভারের নগর হাসপাতালে নিজেদের করোনা শনাক্তকরণ কিট দিয়ে পরীক্ষা শুরু করতে পারে গণস্বাস্থ্য কেন্দ্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + seventeen =

Back to top button