অপরাধ ও দূর্ঘটনা

অন্তঃস্বত্ত্বা গাভীকে নৃশংসভাবে হত্যা করে গাছে ঝোলানো হয়েছে মাথা, চামড়া!

অন্তঃস্বত্ত্বা গাভী চুরির পর জবাই করে তার মাথা ও চামড়া গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে ফেনীর সোনাগাজী উপজেলায় কিছু দুর্বৃত্তদের বিরুদ্ধে।

শনিবার (৬ জুন) রাতে এ উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আবুল হোসেন বলেন, “আমার পরিবার চালানোর একমাত্র অবলম্বন দুধের গাভীটিও শেষ করে দিল দুর্বৃত্তরা।”

তিনি জানান, গতবছরের ২২জুন গোয়ালঘর থেকে একটি গরু নিয়ে গিয়েছিল। একইভাবে এবছর ৫ জুন দুর্বৃত্তরা আমার গোয়ালে থাকা অপর গরুটিও (সাত মাসের অন্তঃসত্ত্বা গাভী) চুরি করে নিয়ে যায়। এর পরদিন একই জায়গায় জবাই করে গোশত নিয়ে যাওয়া গরুটির মাথা দেখতে পাই।”

তিনি আরও বলেন, “এলাকায় আমার কোন শত্রু নেই, তবে রাজনৈতিকভাবে আমি বিএনপির সমর্থক। এজন্যই আমার সঙ্গে এমন অমানবিক আচরণ হচ্ছে কিনা তাও বুঝতে পারছিনা।”

একবছরের মধ্যে নির্মম এমন ঘটনায় দুটি গরু (গাভী) হারিয়ে নিঃস্ব কৃষক আবুল হোসেন। মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল এ প্রসঙ্গে জানান, নিরীহ কৃষকের সঙ্গে এমন আচরণ অমানবিক ও দুঃখজনক। স্থানীয় মেম্বারকে বলেছি, ক্ষতিগ্রস্ত আবুল হোসনকে নিয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করতে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, শনিবার রাতে গরুটির মালিক আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাত কয়েক জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওয়তায় আনার চেষ্টা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 5 =

Back to top button