সাধারণত মনে করা হয় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নদী কিংবা বঙ্গোপসাগরেই রুপালী ইলিশ ধরা পরে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সিলেট জেলার সুরমা নদীতে এক জেলের জালে সোয়া দুই কেজি ওজনের একটিসহ মোট ৫-৬টি রুপালী ইলিশ ধরা পড়েছে।
সংবাদ সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে জানায়, রোববার বিকেলে নদীর লামাকাজীতে জেলে হামিদ উদ্দিনের জালে ইলিশগুলো উঠে আসে।
‘আমরা দিনে অন্তত দুই-তিনবার সুরমার বুকে জাল ফেলি। কখনও এত বড় ইলিশের দেখা মেলেনি, বলছিলেন জেলে হামিদ।
সিলেট সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মণ বলেন, ‘সিলেটে যে ইলিশ মিলছে, ওটা সাগরের নয়, লোকাল (স্থানীয়) প্রজাতির।’
এর আগে, সিলেটের চেঙ্গেরখাল নদে এবং গত বর্ষা মৌসুমে হাকালুকি হাওরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়েছিল। এছাড়া, সুরমা নদীতেও মাঝে মধ্যে ইলিশ জালে উঠে।