আইফোন ১৩; স্টোরেজ নিয়ে যত গুঞ্জন
সম্প্রতি বাজারে এসেছে অ্যাপলের সর্বশেষ সংস্করণের আইফোন ১৩ সিরিজ। পরে আইফোন সিরিজ বাজারে আসতে এখনো প্রায় এক বছর বাকি।
কিন্তু এরই মধ্যে আইফোন ১৪ সম্পর্কে নানা গুজব শোনা যাচ্ছে, যার সর্বশেষটিতে দাবি করা হয়েছে আগামী বছরের আইফোনের স্টোরেজ দ্বিগুণ থাকবে। চলতি বছর অ্যাপল তাদের আইফোন ১৩ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্স মডেলে স্টোরেজ দ্বিগুণ করে সর্বোচ্চ এক টেরাবাইট স্টোরেজ দিয়েছে।
আর যদি এবারের সূত্রের তথ্য সঠিক হয়, তাহলে আগামী বছরের আইফোন ১৪ লাইনআপে ২ টেরাবাইট কিউএলসি স্টোরেজ থাকবে। সূত্রটি কোনো মডেলের নাম উল্লেখ করেনি। তবে অ্যাপল যদি সত্যিই ২ টেরাবাইট স্টোরেজ দেয় তাহলে সর্বোচ্চ সেটি প্রো এবং প্রো ম্যাক্স মডেলে থাকতে পারে।
অন্য মডেলগুলোতে ৫১২ গিগাবাইট থেকে এক টেরাবাইট স্টোরেজ থাকতে পারে। অ্যাপল কোনো স্টোরেজ বাড়াতে যাচ্ছে সেটি বোধগম্য নয়। তবে বাস্তবে কী থাকবে সেটি দেখতে আরও এক বছর অপেক্ষা করতে হবে।