Lead Newsক্রিকেট

আইসিসি চেয়ারম্যান মনোহরের পদত্যাগ

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন শশাঙ্ক মনোহর। নতুন চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন উপ-চেয়ারম্যান ইমরান খাজা।

মনোহরের পদত্যাগের পর আইসিসির প্রধান নির্বাহী মানু সোনি বলেন, ‘আইসিসির বোর্ড, স্টাফ এবং পুরো ক্রিকেট পরিবারের পক্ষ থেকে আমি শশাঙ্ককে ধন্যবাদ জানাতে চাই তাঁর নেতৃত্বের জন্য। আমরা শশাঙ্ক ও তার পরিবারের সাফল্য কামনা করছি।’

অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ইমরান খাজা মনোহরের বিদায়ে আবেগঘন এক বার্তায় বলেন, ‘ক্রিকেটের প্রতি শশাঙ্ক যে নিবেদন দেখিয়েছেন সেই জন্য আইসিসির সবাই তার প্রতি কৃতজ্ঞ। তিনি আইসিসি ছেড়ে দিচ্ছেন এমন একটা সময় যখন খেলাটি অনেক শক্ত অবস্থানে রয়েছে।’

২০১৬ সালে বিসিসিআই সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে আইসিসি-র চেয়ারম্যান পদে বসেন। একই বছর ১২ মে শশাঙ্ক মনোহর আইসিসির প্রথম ইন্ডিপেন্ডেন্ট চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন। সর্বসম্মত ভাবে নির্বাচিত হয়েছিলেন তিনি। মনোহর এর আগে ২০০৮-২০১১ সাল পর্যন্ত বিসিসিআই’র সভাপতি ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 9 =

Back to top button