পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আওয়ামী লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও মেম্বার প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। এসময় আহত হয়েছেন দুজন।
শুক্রবার রাতে উপজেলার মিরুখালী ইউপি নির্বাচনে মিরুখালী বাজার ও ঝাউতলায় এ ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ফাঁকা গুলি করেছে।
এ ঘটনায় আহতরা হলেন- একই এলাকার কার্তিক (৭০) ও চুন্নু জমাদ্দার (৬৫)।
এদিকে নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে মেম্বর প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এলাকায় র্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
এছাড়া এ ঘটনায় পুলিশ মাসুম বিল্লাহ মুন্না শরীফ (২৪) ও খোকন পঞ্চাইত (২৯) নামে দুজনকে আটক করা হয়েছে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ১০/১২টি মোটরসাইকেলে ২৫/৩০ সশস্ত্র আরোহী বাজারে প্রবেশ করে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আবু হানিফ খানের আনারস প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর করে। এসময় ৫নং ওয়ার্ড মেম্বর প্রার্থী বর্তমান মেম্বার মো. মোয়াজ্জেম হোসেনের মোরগ প্রতীকের অফিসও ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
আবু হানিফ খানের অভিযোগ, তার প্রতিদ্বন্দ্বী আ‘লীগ প্রার্থী সোবাহান শরীফের সমর্থকরা মিরুখালী বাজার ও ঝাউতলা বাজারের নির্বাচনী অফিস ও মাইক ভাঙচুর করে।
মঠবাড়িয়া থানা ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। নির্বচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে তিনি জানান।