আওয়ামী লীগ প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছেঃ মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, “গতকাল (মঙ্গলবার) ওবায়দুল সাহেব আমার নাম ধরেই বলেছেন ‑ আমি নাকি রঙিন স্বপ্ন দেখছি। আর আপনারা কী দেখছেন? আপনারা দেখছেন দুঃস্বপ্ন। আ.লীগ প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছে – এই বুঝি বিএনপি এলো, আপনাদের ক্ষমতা গেলো।”
আজ বুধবার বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আফসার আহমদ সিদ্দিকীর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষে আয়োজিত দোয়া ও আলোচনাসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ বারবার চিৎকার করে বলে ‑ আমরা উন্নয়ন করছি, মেগা উন্নয়ন হচ্ছে। যখন পদ্মা সেতু-মেট্রো রেল উদ্বোধন হবে তখন বিএনপি চোখে সর্ষেফুল দেখবে। কিন্তু বিএনপি না, সর্ষেফুল আপনারা দেখবেন। এই কাজগুলো করছেন নিজেদের পকেট ভারি করার জন্য।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ‑ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন প্রমুখ।