আগামীকাল বন্ধ থাকবে যাত্রাবাড়ী-মাওয়া-ভাঙ্গা রুট!
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতুর নির্মাণ কাজের জন্য আগামীকাল বুধবার (১১ জুন) যাত্রাবাড়ি-মাওয়া-ভাঙ্গা সড়কের যানবাহনকে বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দিয়েছে।
সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া সোমবার (০৯ জুন) এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, “পদ্মা সেতুর ৩১তম স্প্যান বসানোর জন্য বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফেরিসহ সব ধরনের নৌপরিবহন চলাচল বন্ধ থাকবে।”
বার্তা সংস্থা ইউএনবি জানায়, ৩১তম স্প্যানটি শিমুলিয়া-কাঠালবাড়ী চ্যানেলের মাঝামাঝি জায়গায় স্থাপন করা হবে। এ জন্য দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, লঞ্চ, ফেরি, স্পিডবোট, ট্রলার এবং সমস্ত ধরনের নৌপরিবহন বন্ধ থাকবে।
দুর্ঘটনা এড়াতে নৌযানগুলোকে বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সেতু কর্তৃপক্ষ।
এর আগে গত ৩০ মে পদ্মা সেতুর ৩০তম স্প্যানটি স্থাপন করা হয়।
গত ২০ জানুয়ারি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, ২০২১ সালে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
নির্মাণ শেষে সেতুটি খুলে দেওয়া হলে রাজধানীর সাথে দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলা সম্পৃক্ত হবে। দেশের ইতিহাসে এটিই বৃহত্তম অবকাঠামো প্রকল্প। অর্থনীতিবিদদের হিসেবে, পদ্মাসেতু জিডিপিকে ১% বাড়িয়ে দেবে।