ক্রিকেটখেলাধুলা

আজ বাংলাদেশের বিপক্ষে জিতলেই যে বিশ্বরেকর্ড গড়বে আফগানিস্তান

ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টিতে দল হিসেবে বরাবরই ধারাবাহিক আফগানিস্তান। এরই মধ্যে একাধিক রেকর্ডও গড়েছে তারা। সেই ধারাবাহিকতায় আজ আরেকটি দলীয় বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে তারা।
সন্ধ্যা সাড়ে ৬টায় আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হচ্ছে বর্তমানে টি-টোয়েন্টির আন্তর্জাতিক রাঙ্কিংয়ে সাত নম্বরে থাকা দলটি। পরিসংখ্যান বলছে, এ ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলে নতুন একটি বিশ্বরেকর্ড গড়বে আফগানরা।
এক কথায় বলা যায়, টানা তিন বছর ধরে রাখা নিজেদের রেকর্ডটি ভেঙে নতুন রেকর্ড রচনা করবে তারা। অর্থাৎ সেই রেকর্ডটি আরেক দফা বাড়িয়ে নেয়ার সুযোগ এসেছে আজ।
আফগানরা আজ টাইগারদের বিপক্ষে জিতলেই টি-টোয়েন্টি ফরম্যাটে টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড গড়তে সক্ষম হবে। গতকাল হেসেখেলে জিম্বাবুয়েকে হারিয়ে টানা ১১ জয় ঝুলিতে জমা করেছেন রশিদ খানরা – যে রেকর্ড ইতোমধ্যে পরপর দু’বার করা হয়ে গেছে তাদের।
তাই সেভাবে উৎসবে মাতেননি তারা। আজ সাকিব বাহিনীর বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েই নতুন রেকর্ডের উন্মাদনায় ভাসার আঁটোসাঁটো পরিকল্পনা নিয়ে মাঠে নামবে আফগানিস্তান।
এর আগে, ২০১৬-১৭ সালে ওয়েস্ট ইন্ডিজ, ওমান, আরব আমিরাত ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিল আফগানিস্তান। সে বছর টানা ১১ ম্যাচ জিতেছিল তারা।
টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের সেই ধারাবাহিকতা ধরে রেখেই র‌্যাংকিংয়ে ৭-এ অবস্থান করছে দলটি। ২০১৮-১৯ সালে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়েকে হারিয়েই টানা ১১ জয় পায় দলটি।
গত বছর শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ নিজেদের করে নেয় আফগানিস্তান। এর পর দেরাদুনে অনুষ্ঠিত বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচেই জয় পান তারা। পরে আয়ারল্যান্ডকে হারানোসহ দেরাদুনে পাঁচ ম্যাচ এবং সবশেষ চলতি ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে জিতে টানা ১১টি জয় পেয়েছে আফগানিস্তান।
আজ সন্ধ্যায় বাংলাদেশের বিপক্ষে টানা ১২তম জয়ের লক্ষ্যে খেলতে নামবেন আফগানরা।
রেকর্ড অনুযায়ী, এখন পর্যন্ত ক্রিকেটের এই ফরম্যাটে ৭২ ম্যাচ খেলে ৫০টিতে জয় পেয়েছে আফগানিস্তান। পরাজয় মাত্র ২২ ম্যাচে। টি-টোয়েন্টিতে টানা জয়ের রেকর্ড:
১. আফগানিস্তান – ১১* ম্যাচ (২০১৮-১৯)
২. আফগানিস্তান – ১১ ম্যাচ (২০১৬-১৭)
৩. পাকিস্তান – ৯ ম্যাচ (২০১৮)
৪. ইংল্যান্ড – ৮ ম্যাচ (২০১০-১১)
৫. আয়ারল্যান্ড – ৮ ম্যাচ (২০১২)
সূত্র: ইএসপিএনক্রিকইনফো.কম, যুগান্তর.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =

Back to top button