Lead Newsআন্তর্জাতিক

আফগানিস্তানের মতো ভারতের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখার আহ্বান ইমরান খানের

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন পশ্চিমা দেশ ও মানবাধিকার সংগঠনকে ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়েও কথা বলতে আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি ভারতে মুসলমানদের ওপর যে সহিংসতা চালানো হচ্ছে তার বিষয়ে এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

এ বিষয়ে ইমরান খান বলেন, “আমরা ভারতে মুসলমানদের ওপর চলমান সহিংসতা আর ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির অঞ্চলে মানবাধিকার পরিস্থিতির লঙ্ঘন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে কথা বলেছি। এমনকি জাতিসঙ্ঘের মানবাধিকার ফোরামেও আমরা এ প্রসঙ্গ তুলেছি। এখন তারা যদি আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি লঙ্ঘনের ঘটনা দেখতে পায়, তাহলে ভারতের যা ঘটছে তা কেন দেখতে পায় না।”

তিনি বলেন, “মানবাধিকার সংগঠনগুলোর উচিৎ ভারতে আর (ভারত নিয়ন্ত্রিত) জম্মু ও কাশ্মির অঞ্চলে মুসলিমসহ সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর যে নৃশংসতা চলছে তা নিয়ে কথা বলা। এ বিষয়ে কোনো ধরনের ভেদাভেদ কাম্য নয়।”

সূত্র : দ্যা নিউজ ইন্টারন্যাশনাল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =

Back to top button