আন্তর্জাতিক

আফগানিস্তানের মানুষ পাকিস্তানিদের ভাইঃ ইমরান খান

এবার পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে আফগানিস্তান নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী ইমরান খান।
মঙ্গলবার সংসদে বাজেট অনুমোদন পরবর্তী বক্তৃতায় ইমরান খান বলেন, আফগানিস্তানের মানুষ পাকিস্তানিদের ভাই। ফলে তাদের সম্পর্কে ওয়াশিংটনের চেয়ে ইসলামাবাদের বোঝাপড়া বেশি। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে পরাজিত হয়েছে এবং সে পরাজয়ের দায় তারা আমাদের উপর চাপানোর চেষ্টা করছে।

এর আগে নিউইয়র্ক টাইমসের, তালেবান জোর করে আফগানিস্তানের ক্ষমতা দখল করলে পাকিস্তান কী করবে-এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন; তালেবানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া ছাড়া আমরা সবই করব। আমাদের দেশের সব পক্ষই এই সিদ্ধান্তে একমত।

আফগানিস্তানে পাকিস্তানের স্বার্থ আছে জানিয়ে ইমরান খান বলেন, সেখানে আমাদের স্বার্থ হলো- আমরা আফগানিস্তানে শান্তি চাই। এটিই আমাদের সবচেয়ে বড় স্বার্থ। পাকিস্তান আফগানিস্তানে শান্তির জন্য যুক্তরাষ্ট্রের অংশীদার হতে পারে, সংঘাতের জন্য নয়।

পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তার পথ বেছে নিয়েছিল। এতে আমরা ৭০ হাজার মানুষকে হারিয়েছি, ১৫০ বিলিয়ন ডলার নষ্ট করেছি। সেই সময়ে পাকিস্তান তার বন্ধু ও শত্রুদের মধ্যে পার্থক্য করতে পারেনি। ইমরান খান আক্ষেপ করে বলেন, পাকিস্তান অনেক সেবা দিলেও যুক্তরাষ্ট্র সে সেবা ও উৎসর্গের মূল্যায়ন করেনি। এর পরিবর্তে যুক্তরাষ্ট্র আমাদেরকে ভণ্ড বলে আখ্যা দিয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদেরকে উপজাতীয় এলাকায় সেনা পাঠাতে বলেছিল, আমরা সেনা পাঠিয়েছিলাম। কিন্তু তারা (উপজাতী) আমাদের নাগরিক। এর ফলাফল কি হয়েছিল সেই প্রশ্ন রেখে তিনি বলেন, আমি যখন বলেছিলাম এটা ভুল ছিল; তখন তারা আমাকে ‘তালেবান খান’ বলে সম্বোধন করে।
পাকিস্তানের ইতিহাসে অন্ধকার পিরিয়ড উল্লেখ করে ইমরান খান বলেন, সেই সময়ে পাকিস্তান শত্রু-মিত্রের মধ্যে পার্থক্য করতে পারেনি। তিনি প্রশ্ন রাখেন, একটা দেশ কি তার মিত্রদের ওপর হামলা চালায়?

ইমরান খান বলেন, ৩০ বছর ধরে একজন সন্ত্রাসী লন্ডনে বসে আছে। তারা কি আমাদের তাকে আক্রমণ করতে দেবে? মুত্তাহিদা কওমি আন্দোলনের প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনকে উল্লেখ করে তিনি এমন প্রশ্ন রাখেন। ইমরান খান বলেন, তারা যদি আমদের অনুমতি না দেয় তাহলে আমরা কেন? আমরা কি মেশিনম্যান, নাকি অর্ধেক মানুষ, নাকি আমাদের জীবনের মূল্য নেই?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 15 =

Back to top button