সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউনের সিদ্ধান্ত আসতে পারে ।
সড়ক ও জনপথ অধিদপ্তরে সোমবার সকালে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
গুরুত্বপূর্ণ মহাসড়কে অতিরিক্ত পণ্য পরিবহন ঠেকাতে বসছে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র। এ প্রকল্পের নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে সোমবার সড়ক ও জনপথ অধিদপ্তরের চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠান শেষে সেতুমন্ত্রী এসব কথা বলেন উপস্থিত সাংবাদিকদের সঙ্গে।
এ ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলাপকালে মন্ত্রী বলেন, ‘মানুষের জীবন ও জীবিকার স্বার্থে সরকার লকডাউন শিথিল করলেও পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন দেয়া হতে পারে।’
গণপরিবহনে সুশৃঙ্খলা পুনরায় ফিরিয়ে আনতে শ্রমিক-মালিকদের সহযোগিতা চান সড়ক পরিবহনমন্ত্রী। মন্ত্রী বলেন, ‘দেশের সড়ক-মহাসড়কে এত উন্নয়ন হচ্ছে, নেয়া হচ্ছে একাধিক প্রকল্প তবুও মহাসড়কে শৃঙ্খলা ফিরে আসেনি। তাই যেকোনো মূল্যে সড়কে-মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
গণপরিবহন চলাচলে করোনা-পূর্ববর্তী সময়ে যে ভাড়া ছিল সে ভাড়ায় চলবে, বর্ধিত ভাড়ায় নয়। চলাচলের আগে গাড়ি জীবাণুমুক্ত, পরিষ্কার করতে হবে। যাত্রীদের শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।’