Lead Newsফুটবল

আবারও রোনালদোর গোল: প্রতিপক্ষের মাঠে ম্যানইউ’য়ের জয়

ওয়েস্টহ্যামের মাঠে গিয়ে প্রথমে গোল হজম করে ফেলতে হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। কিন্তু ম্যানইউর চিন্তা কী এখন! দলটিতে তো রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

সুতরাং, ম্যানইউ উদ্ধার হলো তার গোলে। শেষ পর্যন্ত হেসে লিংগার্ডের গোলে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়লো ম্যানচেস্টার ইউনাইটেড।

ওয়েস্টহ্যামের মাঠে খেলতে গিয়েছিল ম্যানইউ। ম্যাচের প্রথম আধাঘণ্টা কোনো দলই গোল করতে সক্ষম হয়নি। ৩০ মিনিটে ম্যানইউকে স্তব্ধ করে দেন ওয়েস্টহ্যামের সাইদ বেনরাহমা। জেরড বোউয়েনের পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেমে ডান পায়ের শট নেন বেনরাহমা।

৫ মিনিট পরই ম্যানইউকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। ডি বক্সের ভেতর বাম পাশ থেকে খুব ক্লোজ রেঞ্জে ডান পায়ের শটে গোল করেন সিআর সেভেন। যদিও গোলটি নিশ্চিত হতে ভিএআরের সহায়তা নিতে হয়েছিল। শেষ পর্যন্ত রেফারি গোলের বাঁশিই বাজান।

১-১ গোলের সমতাতেই খেলা গড়িয়ে চলছিল। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হওয়ার ১ মিনিট আগে (৮৯তম মিনিটে) গোল করেন হেসে লিংগার্ড। নেমজান মাটিচের পাস থেকে বল পেয়ে বক্সের বাম পাশ থেকে ডান পায়ের শট নেন তিনি। তাতেই জয় নিশ্চিত হয় ম্যানইউর।

এই জয়ের ফলে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো ম্যানইউ। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে লিভারপুল। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানসিটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 10 =

Back to top button