Lead Newsনগরজীবন

আমিনবাজারে হচ্ছে দেশের প্রথম বর্জ্য-বিদ্যুৎকেন্দ্র

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আমিন বাজার এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। দেশে এটিই প্রথম এই জাতীয় প্রকল্প। ৪২ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ করবে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিএমইসি)। এর জন্য ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৩২৫ কোটি ৪৩ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে এটির অনুমোদন দেয়া হয়। পরে ভার্চুয়াল প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের তথ্যটি জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল।

তিনি বলেন, দেশে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি কেন্দ্র স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। ডিএনসিসির আমিন বাজার এলাকায় ২৫ বছর মেয়াদী প্রকল্পটি স্থাপন করা হবে। ৪২ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেন্দ্রটি বিদ্যুৎ বিভাগের আওতায় বাস্তবায়ন করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

প্রকল্পের ব্যয় ১৫ হাজার ৩২৫ কোটি ৪৩ লাখ টাকা ধরা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বলেন, নির্মাণ কাজ করবে চীনের প্রতিষ্ঠান সিএমইসি। ইনসিনারিয়েশন পদ্ধতিতে বর্জ্য পোড়ানোর এই প্ল্যান্ট থেকে আমরা বিদ্যুৎ পাবো। বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে এবং প্রতি কিলোওয়াট দাম পড়বে ১৮ দশমিক ২৯৫ টাকা।

আগামী ২০ মাসের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, স্পন্সর কোম্পানি নিজ ঝুঁকিতে প্ল্যান্ট স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় বহন করবে। পাশাপাশি উৎপাদিত বিদ্যুৎ দেশের বিদ্যুৎ বিভাগের কাছে বিক্রির মাধ্যমে তাদের ব্যয় নির্বাহ করবে। প্রয়োজনীয় জমির সংস্থান এবং নিয়মিত বর্জ্য সরবরাহ করবে ডিএনসিসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + two =

Back to top button