শিক্ষাঙ্গন

আমি তোমাদের বড় ভাই: গণরুমে গিয়ে ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হল পরিদর্শনে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সেখানে গণরুমের অবস্থা দেখেন তিনি। গণরুমে থাকা ছাত্রদের তিনি বলেন, ‘আমি তোমাদের বড় ভাই। তোমাদের যা সমস্যা আমাকে বলো। কেননা আমিও তোমাদের এই হলে ছিলাম।’

আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের গণরুম পরিদর্শন করেন ভিসি।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গণরুম সংকট সমাধানের সিদ্ধান্ত হয় প্রভোস্ট কমিটির সভায়। এরই অংশ হিসেবে গণরুম পরিদর্শন করতে আসেন ভিসি অধ্যাপক আখতারুজ্জামান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বেশি কথা না বলে বরং তাদের সমস্যাগুলোকে শোনেন তিনি।

গণরুমের বাসিন্দা নাইম বলেন, ‘গতকাল আমাদের রুমে মাল্টিপ্লাগ থেকে আগুন লেগেছিল। আমরা অনেক দুর্ভোগে থাকি। এগুলো সমাধান হওয়া দরকার।’ আরেক শিক্ষার্থী বলেন, ‘গণরুমে আমরা অনেক সমস্যার মধ্যে থাকি। এক রুমে ৪০ থেকে ৫০ জনের মত থাকি। ছারপোকাসহ নানা ধরনের পোকামাকড়ও এসব রুমে থাকে। আমরা গণরুমই চাই না। বরং আমাদের মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হোক।’

এ সময় ভিসি অধ্যাপক ড মো. আখতারুজ্জামান বলেন, ‘আমি তোমাদের সমস্যার সমাধান করব বলেই এসেছি। তোমরা যেসব সমস্যার মধ্যে থাকো তা আমরা উপলব্ধি করতে পেরেছি। আশা করি দ্রুতই এই সমস্যার সমাধান হবে।’

ভিসি ওই হলের ১৭৭, ১৭৮, ১৮৯ নং রুম ঘুরে দেখেন এবং এসব রুমের শিক্ষার্থীদের অভিযোগ শোনেন। এরপর তিনি হলের রিডিং রুম পরিদর্শন করেন। পরে হলের মেস ( নেক্সাস) পরিদর্শন করে সেখানে কেমন ধরণের খাবার পরিবেশন করা হয় তাও পরীক্ষা করেন তিনি। ভিসি আরো বলেন, ‘প্রত্যেক হলে যেসব সমস্যা বিদ্যমান তা সমাধান করা হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − eleven =

Back to top button