আর্সেনাল কোচ মিকেল আর্তেতা করোনায় আক্রান্ত
বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসের প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। সংক্রমণ এড়াতে ইতিমধ্যে অনেক ইভেন্ট স্থগিত করা হয়েছে। বাতিল করা হয়েছে বহু ম্যাচ। তবু রক্ষা হচ্ছে না।
সদ্য করোনায়া আক্রান্ত হয়েছেন জুভেন্টাসের ইতালিয়ান ডিফেন্ডার ড্যানিয়েলে রুগানি। এবার প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন আর্সেনালের প্রধান কোচ মিকেল আর্তেতা। তার স্বাস্থ্য পরীক্ষার পর বৃহস্পতিবার রাতে দুঃসংবাদটি দিয়েছে ক্লাবটি।
এরই মধ্যে ট্রেনিং গ্রাউন্ড বন্ধ করে দিয়েছেন গানাররা। এ ছাড়া সম্প্রতি আর্তেতার সংস্পর্শে আসা ক্লাব স্টাফরা হোম কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
২০১৯ সালের ডিসেম্বরে আর্সেনালের দায়িত্ব নেন আর্তেতা। দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে চান তিনি। ৩৭ বছর বয়সী কোচ বলেন, এটি সত্যিই হতাশাজনক। শারীরিকভাবে খারাপ অনুভব করায় আমি পরীক্ষা করিয়েছিলাম। তাতে করোনাভাইরাস ধরা পড়েছে। ক্লাব যখন অনুমতি দেবে তখন কাজে যোগদান করব।
উত্তর লন্ডনের ক্লাবটি জানিয়েছে, আর্সেনাল মূল দলের খেলোয়াড় ও স্টাফরা সেলফ-আইসোলেশনে যাবেন।
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচ খেলতে শনিবার ব্রাইটনের মাঠে যাওয়ার কথা ছিল আর্সেনালের। তবে ক্লাবটির কোচের করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনে ম্যাচটি স্থগিত বলে বিবৃতি দিয়েছে ব্রাইটন। সূত্র: বিবিসি।