Lead Newsআন্তর্জাতিক
আল-আকসার গেট বন্ধের নির্দেশ দিল ইসরাইলি আদালত
আল-আকসা মসজিদের পূর্ব গেট বাব আল-রহমা বন্ধ করার নির্দেশ দিয়েছে ইসরাইলি আদালত। সোমবার নগরীর মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থান তদারকির দায়িত্ব থেকে আদালত এই আদেশ দিয়েছেন।
জর্দান পরিচালিত ইসলামিক এন্ডোমেন্টস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরাইলের পুলিশ অধিদপ্তর এই ফটকটি বন্ধ করার ব্যপারে আদালতের সিদ্ধান্ত জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, আল-আকসা ইসরাইল কর্তৃপক্ষ, যে কোনো আদালত বা রাজনৈতিক সিদ্ধান্তের নিকট উচ্চতর বিষয়।
ইসলামিক এন্ডোমেন্টস কর্তৃপক্ষ বলেছে, মুসলিমরা দখলদার ইসরাইলের এই অবৈধ সিদ্ধান্ত সমর্থন বা স্বীকৃতি দেয় না।
আরো বলা হয়েছে, বাব আল-রহমা আল-আকসা মসজিদের একটি অবিচ্ছেদ্য অঙ্গ।
এছাড়াও ইসরাইলি আদালতের গেটটি বন্ধ করার সিদ্ধান্তের পেছনের কারণ এখনো স্পষ্ট নয়।