Breakingরাজনীতি

‘আ.লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও দেশে গণতন্ত্র নেই’

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও দেশে কোন গণতন্ত্র নেই। দেশে একনায়কতন্ত্র চলছে।

শনিবার দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্ত্তা গ্রামে সাবেক সংসদ সদস্য ও দলের প্রেসিডিয়াম সদস্য এস এম আব্দুল মান্নানের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের আরো বলেন, আওয়ামী লীগ বলেছে দুর্নীতি দূর করবে। দুর্নীতি বাড়তে বাড়তে এমন পর্যায় এসেছে, এখন দেশের রন্দ্রে রন্দ্রে দুর্নীতি প্রবেশ করেছে। আমরা দেশে সুশাসন নিশ্চিত করতে রাজনীতি করছি। এখন দুষ্টের দমন, শিষ্টের লালনের পরিবর্তে শিষ্টের দমন আর দুষ্টের লালন চলছে। নির্বাচনের মাধ্যমে শুধু মানুষের মুখ পরিবর্তন হলে দেশের ভাগ্য ফিরবে না। যদি মানুষের মুখের পরিবর্তন হয়, আর চাঁদাবাজি, দলবাজি, দুর্নীতি ও দুঃশাসন চলতেই থাকে, তাতে দেশের মানুষের কোনো উপকার হবে না।

জিএম কাদের আরো বলেন, কারও দয়াদাক্ষিণ্যে এমপি-মন্ত্রী হলে তাতে কোনো সম্মান নেই। গণমানুষের ভোটে নির্বাচিত হওয়ার মধ্যেই প্রকৃত সম্মান। আমরা চাই জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক। নির্বাচনের ফলাফল যাই হোক, সেটা কোনো বিষয় নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার জন্য সাংগঠনিকভাবে কাজ করছে। তবে নির্বাচন কাছাকাছি আসলে কিভাবে প্রার্থী দেওয়া হবে সে বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের স্ত্রী শেরীফা কাদের এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম আব্দুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন মিলন, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি হুসেইন মকবুল, সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান সাঈদ প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =

Back to top button