শ্রীলঙ্কা সফরের জন্য নিজেদের ব্যাটিং উপদেষ্টা হিসেবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
গতকাল সোমবার নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোচিং প্যানেলের নামের সঙ্গে ক্যালিসের নামও ঘোষণা করে ইসিবি।
লঙ্কা সফরে সহকর্মী হিসেবে ইংল্যান্ডের হেড কোচ ক্রিস সিলভারউড, সহকারী কোচ পল কলিংউড, স্পিন বোলিং উপদেষ্টা জিতান প্যাটেল, বোলিং কোচ জন লুইস, ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন এবং উইকেটকিপার উপদেষ্টা জেমস ফস্টারকে পাবেন ক্যালিস।
কিংবদন্তি এই অলরাউন্ডার টেস্ট ক্রিকেটে ৫৫ দশমিক ৩৭ গড়ে রান করেছেন ১৩ হাজার ২৮৯। যার মধ্যে সেঞ্চুরি আছে ৪৫টি। এ ছাড়া এশিয়া মহাদেশে সবসময়ই ভালো পারফরম্যান্স করেছেন ক্যালিস। তাই লঙ্কা সফরে ক্যালিসের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় ইংল্যান্ড।
আগামী ২ জানুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবে ইংল্যান্ড। গলে দর্শকশূন্য মাঠে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজটি। টেস্ট চ্যাম্পিয়ানশিপের অধীনে প্রথমটি শুরু হবে ১৪ জানুয়ারি। এরপর ২২ জানুয়ারি মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট।