Lead Newsভাইরালরাজনীতি

ইউটিউবে রেকর্ড গড়লো মেজর ডালিমের সেই সাক্ষাৎকার

৫০ বছরের নীরবতা ভেঙে প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় তোলপাড়

দীর্ঘ ৫০ বছর পর প্রকাশ্যে আসার পরপরই নেট দুনিয়া তোলপাড় যাকে নিয়ে তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট সংগঠিত সামরিক অভ্যুত্থানের অন্যতম নায়ক শরিফুল হক ডালিম, যিনি মেজর ডালিম হিসেবেই সমধিক পরিচিত। রোববার (৫ জানুয়ারি) একটি ইউটিউব চ্যানেলে লাইভ সাক্ষাৎকারের মাধ্যমে প্রকাশ্যে আসেন তিনি।

‘বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম (বীর বিক্রম)’— শিরোনামের সাক্ষাৎকারটি সঞ্চালনা করা হয় যুক্তরাষ্ট্র থেকে। অতিথি হিসেবে থাকা মেজর ডালিমের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সাক্ষাৎকারের পুরো সময়জুড়ে মেজর ডালিমের ব্যাকগ্রাউন্ড একাধিকবার পরিবর্তন করা হয়েছে।

সাক্ষাৎকারটির শুরুতে জনৈক ‘রফিক’ নামেই সামনে আসেন তিনি। কিন্তু কিছুক্ষণ পর পরিবর্তন করে মেজর ডালিম লেখা হয়। সাক্ষাৎকারটি লাইভ চলাকালীন এক সঙ্গে ৭ লাখ ৫৪ হাজার দর্শক দেখেছেন। যা ইউটিউবে নতুন রেকর্ড গড়েছে।

সাক্ষাৎকারটি প্রচারের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলে দিয়েছে। জন্ম দিয়েছে আলোচনা-সমালোচনার। ইউটিউব কর্তৃপক্ষ সাংবাদিক ইলিয়াস হোসেনকে জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে এটি নজিরবিহীন।

২ ঘণ্টা ৩ মিনিট ৩২ সেকেন্ডের সাক্ষাৎকারটি দর্শকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচ্য হয়ে উঠেছে, যেখানে মেজর ডালিম তার জীবনের অজানা অধ্যায়, নানা বিতর্ক ও স্ত্রীর অপহরণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে খোলামেলা মতপ্রকাশ করেন। সাংবাদিক ইলিয়াসের সাক্ষাৎকারটি এখন পর্যন্ত এক কোটিরও বেশি মানুষ দেখেছেন। মন্তব্য করেছেন ৪০ হাজারেরও বেশি দর্শক।

মন্তব্যগুলো বিশ্লেষণে দেখা গেছে— খুব অল্প সংখ্যক মানুষই মেজর ডালিম কিংবা সাক্ষাৎকারের সঞ্চালক সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মন্তব্য করেছেন। অপর দিকে বেশির ভাগ মানুষই তাদেরকে জাতীয় হিরো হিসেবেই আখ্যা দিয়েছেন।

তাদের মধ্যে একজন লিখেছেন, ‘আমার বাবা গত ৩০ বছর আগে আমাকে যা বলেছিলেন, তা মেজর ডালিমের বক্তব্যের সাথে সম্পূর্ণ মিল আছে। আমার বাবা আমাকে ইতিহাস সম্পর্কে সঠিক জ্ঞান দিয়েছিলেন।’

আরও একজন লিখেছেন, ‘আমার বাবা একজন সেনা কর্মকর্তা ছিলেন। তার কাছে আমি যা যা শুনেছিলাম ৯৫% মিলে গেছে, সেলুট জানাই মেজর ডালিম স্যারকে আপনি বাংলাদেশের সূর্যসন্তান।’

আরেকজন লিখেছেন, ‘আমার বয়স ৪০ বছর ওভার, এতদিন মেজর ডালিম (স্যার) সম্পর্কে শুধু শুনেছি, উনি বেঁচে আছেন সেটাও জানতাম না, পৃথিবী হতে বিদায় নেওয়ার আগে আমার দেশের এক অজানা অধ্যায় সম্পর্কে জানতে পারলাম, ইলিয়াস ভাই আপনাকে ধন্যবাদ দিলে অনেক ছোট হয়ে যাবে সেটা, আমি বলবো অসম্ভবকে সম্ভব করাই হলো সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এর কাজ।’

একজন লিখেছেন, ‘ইলিয়াস ভাইয়ের মতো আমিও মেজর ডালিমকে বীর মুক্তিযোদ্ধা হিসেবেই অখ্যায়িত করছি এবং তখনকার ওই পদক্ষেপকে সাধুবাদ জানাই। এবং বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিমকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা।’

তবে লাইভ চলাকালীন সঞ্চালক মেজর ডালিমের উদ্দেশে বলেন, হাতে গোনা ১০/১২ জন আমাকে আপনাকে গালি দিচ্ছে। বাকিরা আপনার পক্ষেই আছে।

উল্লেখ্য, শরিফুল হক ডালিম ওরফে মেজর ডালিম সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে অবসরে যান। তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত।

রোববারের ঐ লাইভে এসে তিনি ৫০ বছরের সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন বলা চলে। লাইভে তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোসহ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ৭৫ এর ১৫ আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন। এতে ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টকশোটি মুহূর্তেই ভাইরাল হয়।

আলোচনার শুরুতেই ইলিয়াস বলেন, “আমাদের জাতির সূর্যসন্তান যিনি ২০২৪ সালের আন্দোলন দেখেছেন, ১৯৭৫ সালে জাতিকে সফলতা এনে দিয়েছিলেন। যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবে ডাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আপনি জাতিকে এড্রেস করতে পারেন।”

ইলিয়াসের প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন, “আজ অনেক বছর পর দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র-জনতাকে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের আমি অভিনন্দন জানাই। সঙ্গে লাল ছালাম। বিপ্লব সমাজ বা যেকোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া। সেই অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরিভাবে অর্জিত হয়নি। তার জন্য আরও সময় প্রয়োজন।”

“পুরোপুরি অর্জন করার পর তাদের এমন একটি অবস্থানে থাকতে হবে, যেখান থেকে তারা নীতি নির্ধারণ করতে পারবে। তাদের ইচ্ছা, চাহিদা ও প্রত্যাশার সঙ্গে জনগণের চাহিদার মিল রয়েছে। সেটা বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু তাদের।”

তিনি বলেন, “আমি এবং আমার সাথী ভাইয়েরা যারা এখনো বেঁচে আছি। আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবী ছাত্র জনতাদের বিপ্লবী কর্মকাণ্ডে কোনো রকম অবদান রাখতে পারি; আমাদের নিজস্ব অভিজ্ঞতা, যোগাযোগ থেকে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত।”

তিনি দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র-জনতাকে, যারা আংশিক বিজয় অর্জন করেছেন, তাদের লাল শুভেচ্ছা জানান।

‘২৪ -এর গণঅভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র-জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, “সম্প্রসারণবাদী-হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি। সেই অবস্থান থেকে সেই ‘৭১ -এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে। তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে।”

৭৫ এর হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরে বলেন, “খুবই স্পর্শকাতর প্রশ্ন। নিজের বাদ্য নিজে বাজানো যায় না। প্রথম কথা, ১৫ আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্টে হচ্ছে? এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করব। নাকি অন্য কোনো উদ্দেশে কাজ করব। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকেই এর শিকড় বিস্তৃত হয়েছিল। আমরা তখন বুঝেছিলাম, এই যুদ্ধ কি আমাদের স্বার্থে, নাকি অন্য কারও উদ্দেশে হচ্ছে।”

তিনি বলেন, “শেখ মুজিব স্বৈরাচারী শাসন চালু করেছিলেন, যা সাধারণ মানুষকে তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠতে বাধ্য করেছিল। তার স্বৈরাচারী শাসনের অবসান ঘটানো ছিল সময়ের দাবি।”

তিনি আরও বলেন, “১৫ আগস্ট একটি সামরিক বিপ্লব ছিল। এতে উভয় পক্ষের লোকজন হতাহত হয়। তবে বিপ্লবীরা বিজয়ী হয়ে ক্ষমতা দখল করে নেয়। এরপর লাখ লাখ মানুষ আনন্দ মিছিল করে, এবং বিরোধী রাজনৈতিক দলগুলো জনসমর্থন নিয়ে প্রকাশ্যে আসে। এর মাধ্যমে এই সামরিক অভ্যুত্থান জনসমর্থন লাভ করে।”

মেজর ডালিম বলেন, “যখন সাতদফাতে চুক্তি করে নজরুল ইসলাম, তাজ উদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গর্ভমেন্ট গঠন করার। সাতটা ক্লজ পড়ে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন, আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদরাজ্য-অঙ্গরাজ্যে পরিণত হব।”

তিনি বলেন, “শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতোটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো যে, তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য।”

মেজর ডালিম বলেন, “মুজিব তো মারা যায়নি, মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলা না। ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুইপক্ষেই। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারান। এটাই বাস্তবতা। কিন্তু বিপ্লবীরা বিজয়ী হয়ে গেল, তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে নিল।”

তিনি বলেন, “মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর শহর বন্দর গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করল। যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল ১৫ আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান।”

টকশোতে ‘২৪- এর বিপ্লবীদের উদ্দেশে মেজর ডালিম বলেন, “বর্তমান প্রজন্মের বিপ্লবীদের, ছাত্র-জনতার বিপ্লবী কর্মকাণ্ডে যদি কোনো রকম অবদান রাখতে পারি, আমাদের নিজস্ব অভিজ্ঞতা, যোগাযোগ থেকে…তাহলে আমরা সেটা করতে প্রস্তুত। পিছপা হবো না, ইনশাআল্লাহ। আমরা তাদেরকে শ্রদ্ধা, সালাম এবং বিপ্লবী সালাম, সাথে মন থেকে দোয়া করছি তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয়। তারা যাতে বিজয় অর্জন করে সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলো তাদের দুর্জ্যেয় ঘাঁটি হিসেবে গড়ে তুলতে পারে।”

তিনি বর্তমান প্রজন্মের বিপ্লবীদের উদ্দেশে বলেন, “তাদের প্রয়োজনে আমি আমার অভিজ্ঞতা ও পরামর্শ দিতে প্রস্তুত। তারা যেন শক্তিশালী, সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তুলতে পারে, সেই দোয়া করছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =

Back to top button