বাংলাদেশ জাতীয় দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনিসেফ বাংলাদেশের শুভেচ্ছা দূত হয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় মুশফিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘আপনারা আমাকে অনেক সফল পার্টনারশিপের সঙ্গে যুক্ত হতে দেখেছেন। আমি অধিনায়ক হিসেবে দেশকে নেতৃত্ব দিয়েছি এবং দেশ ও জাতির জন্য গৌরব অর্জন করার চেষ্টা করেছি। এবার বাংলাদেশে শিশু অধিকারে উন্নতি আনতে সাকিব এবং মিরাজের সঙ্গে আমিও লোকজনকে উৎসাহিত করবো।’
ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ভিরা মেনডোনকা জানিয়েছেন, মুশফিককে তাদের নতুন জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে স্বাগত জানাতে পেরে তারা গর্বিত। মুশফিকের সম্মান এবং প্রতিভা ইউনিসেফকে সহায়তা করবে। দেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিতে মুশফিকের কাছে যাওয়া বলে উল্লেখ করেছেন তিনি।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনিসেফ বাংলাদেশের শুভেচ্ছা দূত হলেন মুশফিকুর রহিম। বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার এখন দেশব্যাপী শিশু অধিকার নিয়ে কাজ করবেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বিষয়টি মুশফিকুর নিজেই নিশ্চিত করেছেন।
ইউনিসেফের জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে মুশফিক শিশুদের অধিকার এবং যুবসমাজকে প্রভাবিত করে এমন বিষয়গুলি নিয়ে সচেতনতা বাড়াতে সহায়তা করবেন। এর মধ্যে থাকছে শিক্ষার অধিকার, দারিদ্র্য ও বৈষম্যের প্রভাব, সহিংসতা, নির্যাতন এবং শোষণের বিরুদ্ধে সুরক্ষার জন্য শিশুদের প্রয়োজনীয়তা।
মুশফিককে শুভেচ্ছাদূত হিসেবে স্বাগত জানাতে পেরে গর্বিত ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ভিরা মেনডোনকা। এ ব্যাপারে তিনি বলেছেন, দেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিতে মুশফিকের সম্মান এবং প্রতিভা ইউনিসেফকে সহায়তা করবে।