করোনাভাইরাসজাতীয়
ইতিহাসবিদ মুনতাসীর মামুনের শরীরে করোনা শনাক্ত
ইতিহাসবিদ, প্রখ্যাত লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৪ মে) দুপুরে ওই হাসপাতালের করোনা চিকিৎসা ইউনিটের প্রধান প্রফেসর ডা. মনিলাল আইচ লিটু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে করোনা আক্রান্ত মাকে নিয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করান অধ্যাপক ড. মুনতাসীর মামুন। এর একসপ্তাহ পরেই নিজেই আক্রান্ত হন এই ভাইরাসে।
প্রসঙ্গত, রোববার (৩ মে) সন্ধ্যায় মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন ড. মুনতাসীর মামুন।