Lead Newsআন্তর্জাতিক
ইসরাইলেও দাবানলের আঘাত
গ্রীস, তুরস্ক,ও ইতালির পর এবার ইসরাইলের জঙ্গলে জ্বলছে দাবানল। বিমান ব্যবহার করে চলছে আগুন নেভানোর কাজ।
জেরুসালেম থেকে ২০ কিলোমিটার দূরের শোরেশ বনে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ওই আগুন খুব দ্রুতই চারিদিকে ছড়িয়ে পড়ছে।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে ফাইটার বিমান ও হেলিকপ্টার। এছাড়া আগুন নেভানোর কাজ করছে দমকলকর্মীরাও। সরিয়ে নেয়া হয়েছে শোরেশ বনের আশপাশের বাসিন্দাদের।
শোরেশ বন ছাড়াও দাবানলের খবর পাওয়া গেছে কিব্বুৎস ও নাহশোনিমসহ আরো কয়েকটি এলাকাতেও। মূলত সোমবার থেকেই ইসরাইলে শুরু হয়েছে তীব্র দাবদাহ। আশঙ্কা করা হচ্ছে এ দাবদাহ চলতে পারে আরো কয়েক সপ্তাহ।