ইসরাইলের কারাগার থেকে পালানো ছয় ফিলিস্তিনি বন্দীর বিরুদ্ধে মালমা দায়ের
ইসরাইলের কারাগার থেকে পালিয়ে যাওয়া ছয় ফিলিস্তিনি কারাবন্দীর বিরুদ্ধে মামলা করেছে ইসরাইলের সরকারি আইন বিষয়ক কর্মকর্তা।
কঠোর নিরাপত্তা বেষ্টিত উত্তর ইসরাইলের এক কারাগার থেকে টানেল খুঁড়ে পালিয়ে যান ওই ছয় ফিলিস্তিনি কারাবন্দী। পরে গত মাসে তাদের আবার আটক করে ইসরাইল।
এ ছয় ফিলিস্তিনি কারাবন্দীকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার কারণে মামলা দেয়া হয়েছে। ইসরাইলের সরকারি আইন বিষয়ক কর্মকর্তা নাজারেথ কেন্দ্রীয় আদালতে তাদের বিরুদ্ধে এ মামলা দেন। এমন মামলার কারণে কারাগারে তাদের সাজার মেয়াদ আরো সাত বছর বাড়তে পারে। ইসরায়েলের কান টিভি চ্যানেল এমন প্রতিবেদন প্রকাশ করেছে।
ওই মামলা বা অভিযোগপত্রে এ ছয় ফিলিস্তিনি কারাবন্দীর বিরুদ্ধে উগ্রবাদের অভিযোগ আরোপ করা হয়নি। এছাড়া আরো পাঁচ কারাবন্দীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা এ জেল পালানোর ঘটনায় সাহায্য করেছেন।
গত বৃহস্পতিবার এ ছয় ফিলিস্তিনি কারাবন্দীকে ইসরাইলি কারা কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে। এর আগে ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেথ ওই ফিলিস্তিনি কারাবন্দীদের বিরুদ্ধে তদন্ত শেষ করে।
ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ অহরনোথ জানিয়েছে, ওই ছয় ফিলিস্তিনি কারাবন্দীকে এখন আলাদা আলাদা কারাগারে নিঃসঙ্গ অবস্থায় আটক করে রাখা হয়েছে।
৬ সেপ্টেম্বর তারিখে মুনাদিল নুফেয়াত, ইহাম কামামজি, ইয়াকুব কাদিরী, জাকারিয়া জুবাইদি, মাহমুদ আল-আরিদা ও মোহাম্মদ আল-আরিদা নামের ছয় ফিলিস্তিনি কারাবন্দী কঠোর নিরাপত্তা বেষ্টিত ইসরাইলের গিলবোয়া কারাগার থেকে টানেল খুঁড়ে জেলের বাইরে পালিয়ে যান। পরে তাদের পালানোর এক সপ্তাহ পর তাদেরকে আবার আটক করে ইসরাইলি সেনারা।
সূত্র : আনাদোলু এজেন্সি