ই-কুরিয়ার, WE Entrepreneurs – চুক্তি স্বাক্ষর
সারাদেশ ব্যাপী Women and e-Commerce forum (WE) এর উদ্যোগতাদের সকল ধরণের পণ্য পৌঁছে দিবে এখন ই কুরিয়ার
দেশের স্বনামধন্য ডিজিটাল কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান ই কুরিয়ার এবং বাংলাদেশের মহিলা নতুন উদ্যোক্তাদের নিয়ে তৈরী জনপ্রিয় দেশীয় পণ্যের অনলাইন সেলিং গ্রুপ Women and e-commerce forum (WE) এর মাঝে চুক্তি স্বাক্ষর হয়েছে। হাজী শাহাব উদ্দিন কমপ্লেক্স, মহাখালীতে WE এর অফিসে অনুষ্ঠিত হওয়া এই চুক্তির ফলে এখন থেকে আগামী ২ বছর বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রতিটি গ্রাহকের হাতে WE গ্রুপের সকল উদ্যোক্তাদের দেশীয় নানা ধরণের পণ্যগুলো পৌঁছে দিবে ই কুরিয়ার। সুরক্ষিত ও দ্রুততম সময়ে গ্রাহকের দোরগোড়ায় পণ্য পৌঁছে দেওয়ায় এখন উন্মোচিত হলো সম্ভাবনার এক নতুন দিগন্ত। উক্ত অনুষ্ঠানে ই কুরিয়ারের পক্ষে উপস্থিত ছিলেন বিপ্লব জি রাহুল (চিফ এক্সিকিউটিভ অফিসার, ই কুরিয়ার), “মোঃ জাহিদুল ইসলাম” (ম্যানেজার- বিজনেস ডেভেলপমেন্ট, ই কুরিয়ার), এবং উর্মি আক্তার (সিনিয়র এক্সিকিউটিভ – বিজনেস ডেভেলপমেন্ট, ই কুরিয়ার) সহ আর অনেকে। একইসাথে WE- এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন “নাসিমা আক্তার নিশা” (প্রেসিডেন্ট, WE) We এবং সাথে আরো ছিলেন WE- এর মেম্বার জাহানূর কবির সাকিব এবং ঈমানা হক জ্যোতি।।
এক অদম্য গতিতে এগিয়ে চলা ডিজিটাল বাংলাদেশে মানুষকে ডিজিটাল সেবার পাশাপাশি আমাদের দেশীয় সকল ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের পণ্য মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে চলেছে ইকুরিয়ার এবং WE। সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ই কুরিয়ার বাংলাদেশের পক্ষে বিপ্লব জি রাহুল (চিফ এক্সিকিউটিভ অফিসার, ই-কুরিয়ার) বলেন, ”আমরা শুধু একটি প্রডাক্টকেই গ্রাহকের হাতে পৌঁছে দেই না, আমরা বিশ্বাস করি, আমরা গ্রাহক ও প্রেরকের সাথে মিশে থাকা অনুভূতিকে পৌঁছে দেই স্বযত্নে। আর তাই, এই প্রডাক্টের সুরক্ষার দ্বায়িত্বটা আমাদেরই। এখন থেকে আমরা WE-এর সকল পণ্য পোঁছে দিব দেশের যেকোনো প্রান্তে সবার আগে, সবচেয়ে দ্রুততম সময়ে।“
WE- এর পক্ষে “নাসিমা আক্তার নিশা”, প্রেসিডেন্ট অফ WE বলেন, “ডিজিটাল বাংলাদেশে আজ এক নতুন যুগের সূচনা হলো। টেকনোলজি ভিত্তিক কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ই কুরিয়ার আগামী দিন গুলোতে WE গ্রুপ -এর সকল ব্যবসায়ীদের দেশীয় পণ্য পৌঁছে দিবে দেশজুড়ে। এখন গ্রাহক শুধু আমাদের কাছ থেকে পণ্য কিনেই নিশ্চিন্ত থাকবে না, নিশ্চিন্ত থাকবে তার পণ্যের সুরক্ষিত ডেলিভারি নিয়ে” ।
টেকনোলজি ভিত্তিক ডিজিটাল কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ই কুরিয়ার, যেখানে গ্রাহক পণ্য পাঠানো বা গ্রহণে পারসন টু পারসন (P2P) ডেলিভারি সুবিধা, ইনস্যুরেন্স সুবিধা, দ্রুততম ডেলিভারি সহ নানা ধরনের অনন্য সেবা পেয়ে থাকেন। অন্যদিকে WE মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানি ভিভো মোবাইল প্রযুক্তির নানা সুবিধাকে নিয়ে এসেছে মানুষের হাতের নাগালে।
ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন এখন হাতের মুঠোয় এবং একসাথে ই কুরিয়ার ও WE ডিজিটাইজিং সেবা প্রদান করে দেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাবে দুর্বার গতিতে।