উপসর্গ নিয়ে মারা গেলেন কোটিপতি, করোনা সন্দেহে কাছে আসেনি স্বজনরা
করোনা উপসর্গ নিয়ে ফেনীর সোনাগাজীতে ষাটোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যু হয়ছে। তিনি কোটি টাকার মালিক হলেও মৃত্যুর সময় কাছে আসেনি পরিবারের সদস্যরা। এমনকি মরদেহ রেখে পালিয়ে গেছে স্বজনরা।
জানা যায়, গত রবিবার (৩১ মে) দিনগত রাতে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামে ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি শ্বাসকষ্ট, জ্বরসহ করোনা উপসর্গে ভুগছিলেন। ওই ব্যক্তি চট্টগ্রামে বসবাস করতো। দুইদিন আগে করোনার উপসর্গ নিয়ে বাড়িতে আসেন।
মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবিউজ্জামান বাবু জানান, ওই ব্যক্তি কোটি টাকার মালিক। বাড়িতে দোতলা বিল্ডিং। একমাত্র ছোট ছেলে ছাড়া তিন মেয়ের জামাই, ভাই-বোন সকলের প্রতিষ্ঠিত হওয়ার পেছনে তাঁর অবদান ছিল। তার করোনা উপসর্গের মৃত্যুর খবরে সকলেই পালিয়ে যায়। কবর খোঁড়ার জন্য দা, সাবল এসব দিতেও কেউ রাজি হয়নি। সবাই লাশ রেখে পালিয়ে গেছে। জানাজায়ও পরিবারের কেউ অংশ গ্রহণ করেনি।
স্থানীয় চেয়ারম্যান আরও জানান, আমরা যখন বদ্ধ ঘর থেকে লাশ উদ্ধার করি তখন পরিস্থিতি দেখে মনে হয়েছে তিনি শ্বাসকষ্টে ছটফট করে মারা গেছেন। এসময় পরিবারের কোন সদস্যকে পাওয়া যায়নি।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, রবিবার বিকেলে ওই ব্যক্তির কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।