উস্কানিমূলক বক্তব্য, নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে
রাজধানীর মোহাম্মদপুর থেকে আলোচিত ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহিমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গতকাল সোমবার দিবাগত রাতে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি বাসা থেকে মুফতি কাজী ইব্রাহিমকে আটক করা হয়। পরে তাঁকে ডিবি কার্যালয়ের নিয়ে যাওয়া হয়।
ডিবির ঢাকা মহানগর (দক্ষিণ) যুগ্ম কমিশনার মাহবুব আলম আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “তাঁকে রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য এবং নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগ রয়েছে।”
মাহবুব আলম আরও বলেন, “তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেসব বিষয়ে জানতে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মুফতি ইব্রাহিম ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক ও উসকানিমূলক বক্তব্য দিতেন। বিগত সময়ে ঘটা হেফাজতে ইসলামের তাণ্ডবে তাঁর সম্পৃক্ততা রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।”