উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ড্র নিয়ে একটা নাটক হয়ে গেল! আজ সোমবার ড্র অনুষ্ঠিত হওয়ার পর উয়েফা জানায়, রাউন্ড অব সিক্সটিনে মুখোমুখি হচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)।
অর্থাৎ, ফুটবল বিশ্বের দুই মহাতারকা মেসি-রোনালদোর দ্বৈরথ দেখার প্রস্তুতি নিচ্ছিল ভক্তরা। কিন্তু কয়েক ঘণ্টা পর সেই ড্র ভুল হয়েছে বলে জানানো হয়।
ভক্তদের উত্তেজনায় পানি ঢেলে দিয়ে দ্বিতীয় ড্রয়ের পর জানানো হয়, পিএসজি খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এতে করে মেসি-রোনালদো দ্বৈরথ দেখা তো হচ্ছেই না।
উপরন্তু কিছুটা ভয়ও ঢুকে গেছে পিএসজি ভক্তদের মনে। কারণ লা লিগার চলতি আসরে ফর্মের তুঙ্গে রয়েছে রিয়াল। এই জায়ান্টকে হারানো মেসিদের জন্য খুবই কঠিন হবে- সেটা বলা বাহুল্য।
আসুন দেখে নিই, নতুন ড্রতে শেষ ষোলয় কে কার মুখোমুখি:
পিএসজি-রিয়াল মাদ্রিদ
আরবি সালজবার্গ-বায়ার্ন মিউনিখ
স্পোর্টিং সিপি-ম্যানচেস্টার সিটি
বেনফিকা-আয়াক্স
চেলসি-লিলে
অ্যাটলেটিকো মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড
ভিয়ারিয়াল-জুভেন্তাস
ইন্টারমিলান-লিভারপুল