একনেকের অনুমোদন পেলো ৫,১৪২ কোটি টাকার ৮ প্রকল্প
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ঢাকা বিভাগের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নে দুই হাজার ৬০৬ কোটি টাকাসহ আট প্রকল্পে পাঁচ হাজার ১৪২ কোটি টাকার অনুমোদন দিয়েছে।
ইউএনবি জানায়, মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ নুরুল আমিন সাংবাদিকদের বলেন, ‘আজকের একনেক বৈঠকে ৫ হাজার ১৪২.০৬ কোটি টাকার আট প্রকল্পে অনুমোদন দেয়া হয়েছে।’
এর মধ্যে ৪ হাজার ১২৯.৮১ কোটি টাকা আসবে সরকারি অর্থায়ন থেকে আর অবশিষ্ট ১ হাজার ১২.৫৫ কোটি টাকা আসবে বৈদেশিক উৎস থেকে প্রকল্প সহযোগিতার অংশ হিসেবে।
অনুমোদিত আট প্রকল্পের মধ্যে দুটি নতুন এবং ছয়টি সংশোধিত বলেও জানান পরিকল্পনা সচিব।
তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের ‘ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ প্রকল্প আগামী ২০২৪ সালের জুন মাসের মধ্যে বাস্তবায়িত হবে।