Lead Newsআন্তর্জাতিকধর্ম ও জীবনবিচিত্রভাইরাল

এবছর মিশরে রেকর্ড মসজিদ নির্মাণ; দু’বছরে ২৭১২টি নতুন মসজিদ

বর্তমান বছরে (২০২২ সালে) মিশরজুড়ে রেকর্ড ১২০০টি নতুন মসজিদ খোলা হয়েছে। এর মধ্যে কিছু সরকারি অর্থায়নে হয়েছে, আর কিছু সরকারি তত্ত্বাবধানে ব্যক্তিগতভাবে নির্মিত হয়েছে।
মিশরের আওকাফ মন্ত্রণালয়ের একজন উপসচিব আয়মান জানান, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে মিশরে দুই হাজার ৭১২টি নতুন মসজিদ খোলা হয়েছে এবং আরও ৪০৪টি মসজিদ সংস্কার করা হয়েছে। খবর আরব নিউজ।
গত ২০১৪ সালের জুনে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি ক্ষমতা গ্রহণের পর থেকে এক হাজার কোটি মিশরীয় পাউন্ডের (৪০ কোটি ডলার) বেশি অর্থ ব্যয়ে মোট ৯ হাজার ৬০০টি মসজিদ তৈরি বা সংস্কার করা হয়েছে।
ঐ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা শেখ রাফি আল-সাইদ বলেছেন, আগে কায়রোকে বলা হত ‘হাজার মিনারের শহর’ কিন্তু এখন এটি তার চেয়ে বেশি কিছুতে পরিণত হয়েছে।
মিশরের আওকাফ মন্ত্রণালয় দেশের মসজিদ তত্ত্বাবধান করে। বর্তমানে দুই হাজার ৪৫১টি মসজিদ এ মন্ত্রণালয়ের অধিভুক্ত। এছাড়া মন্ত্রণালয়টি দাতব্য কাজও করে। এগুলোর মধ্যে এটি শুধুমাত্র ২০২২ সালে কমিউনিটি সার্ভিসে ৩৩ কোটি মিশরীয় পাউন্ডের বেশি ব্যয় করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 20 =

Back to top button