এবারের বিশ্বকাপে ব্রাজিলের অন্যরকম ইতিহাস; কোয়ার্টার-ফাইনাল প্রতিপক্ষ ক্রোয়েশিয়া
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচে মাঠে নামা হয়নি ব্রাজিলের তৃতীয় গোলরক্ষক ওয়েভারটন পেরেইরা ডি সিলভার। অবশেষে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে অপেক্ষা ফুরায় ৩৪ বছর বয়সী পালমেইরাস তারকার। এর মাধ্যমে ইতিহাস গড়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এ ম্যাচের মাধ্যমে নকআউট পর্বের প্রথম ধাপে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে পরাজিত করে ষষ্ঠ দল হিসেবে শেষ আটে জায়গা করে নিয়েছে ব্রাজিল। স্টেডিয়াম ৯৭৪ এ অনুষ্ঠিত সে ম্যাচের ৮১ মিনিটে মূল গোলরক্ষক আলিসন বেকারকে উঠিয়ে ওয়েভারটনকে পোস্টের নিচে দাঁড় করিয়ে দেন ব্রাজিলের প্রধান কোচ তিতে। এর মাধ্যমে প্রথম দল হিসেবে স্কোয়াডের সব সদস্যদের মাঠে নামানোর রেকর্ড গড়লেন তিতে।
সার্বিয়া এবং সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ ষোল নিশ্চিত করে ব্রাজিল। ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯টি পরিবর্তন নিয়ে একাদশ সাজান তিতে। সে ম্যাচে টুর্নামেন্টের প্রথম হারের তিক্ত স্বাদ পায় সেলেকাওরা। সব মিলিয়ে গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচেই ২৫ জন খেলোয়াড়কে মাঠে নামান বিশ্বকাপের ইতিহাসের রেকর্ড শিরোপাধারীদের কোচ। বাকি ছিলেন কেবল ওয়েভারটন।
ইতিহাস গড়ার দিনে প্রথমার্ধেই সবকটি গোলের দেখা পায় ব্রাজিল। ম্যাচের সপ্তম মিনিটে ভিনিচিয়াস জুনিয়রের কল্যাণে লিড নেয় ব্রাজিল। ছয় মিনিট পর স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার জুনিয়র। ২৯ মিনিটে জালে বল জড়ান টটেনহাম হটস্পার তারকা রিচার্লিশন। সে উল্লাসের রেশ না কাটতেই দক্ষিণ কোরিয়ার জালে শেষ পেরেক ঠুঁকে দেন লুকাস পাকুয়েতা।
কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় লুকা মডরিচদের বিপক্ষে মাঠে নামবে ইয়োলো জার্সিধারীরা। শেষ আটে উঠার মিশনে তার কয়েক ঘণ্টা পর মাঠে নামবে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।