এবার করোনাকে ‘ইউরোপীয় ভাইরাস’ বললেন নিউইয়র্কের গভর্নর
করোনাভাইরাসকে ‘ইউরোপীয় ভাইরাস’ বলে মন্তব্য করেছেন নিউইয়র্কের গর্ভনর অ্যান্ড্রো কোমো। সোমবার প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।
যদিও এর আগে করোনার উৎপত্তি উহানের ল্যাবে হয়েছে বলে একাধিকবার দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিউইয়র্কের গর্ভনর বলেন, ‘আমরা খুব খারাপ অবস্থানে আছি। যদিও আমাদের নিজেদের কোনো দোষ নেই। ভাইরাসটি ইউরোপ থেকেই এসেছে।’
এই পরিস্থিতি মোকাবেলায় নিউইয়র্ককে সচেতন থাকতে হবে বলে জানান তিনি। তবে চলতি সপ্তাহে শহরটির কিছু অংশ পুনরায় খুলে দেওয়া হবে বলেও জানান কোমো।
এ পরিস্থিতিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে জানান নিউ ইয়র্ক গভর্নর। তিনি বলেন, ‘আমরা মানছি শুরুর দিকে নিউইয়র্কের পরিস্থিতি অনেক খারাপ ছিল। আমরা চাইলেও এই পরিস্থিতির পরিবর্তন করতে পারব না। তবে আমরা এখন এক হয়ে কাজ করতে পারি। গেল এপ্রিলে সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয় নিউইয়র্কে।’
এর আগে করোনাকে একাধিকবার ‘চীনা ভাইরাস’ বলে কটুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মৃত্যু ৮১ হাজার ৭৯৫ জন রেকর্ড করা হয়েছে। আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৮৫ হাজার ৮৩৪ জন।