এবার পুরুষের বহুবিবাহ নিয়ে হাইকোর্টের রুল
দেশের প্রচলিত মুসলিম পারিবারিক আইনের ৬ নম্বর ধারায় একজন পুরুষকে একাধিক বিয়ে করার বৈধতা দেওয়া হয়েছে। এই বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে একটি রিট দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। গত ১৩ ডিসেম্বর দায়ের করা এই রিটে মুসলিম পারিবারিক আইনের এই ৬ নম্বর ধারাকে অসাংবিধানিক ঘোষণার আবেদন করা হয়েছিল।
আজ বুধবার (৫ জানুয়ারি) সেই রিটের প্রেক্ষিতে রুল জারি করেছেন হাইকোর্ট। স্ত্রীর সমান অধিকার নিশ্চিত না করে পুরুষের বহু বিবাহ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, তা জানতে চেয়ে এই রুল জারি করেছে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটে বিবাদী করা হয়েছে আইন মন্ত্রণালয়ের সচিব, লেজিসলেটিভ, সংসদ বিষয়ক সচিব এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে। রিটের পক্ষে আদালতে শুনানি করেছেন রিটকারী আইনজীবী ইশরাত হাসান নিজেই।
রিটে বলা হয়েছে, ইসলাম ধর্ম একজন পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে। তবে সব স্ত্রীর সমান অধিকার নিশ্চিত করার ব্যাপারে জোর তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু মুসলিম পারিবারিক আইনে বহু বিবাহের বৈধতা থাকলেও সমান অধিকার দেওয়ার বিষয়টি উপেক্ষিত। এ নিয়ে সেখানে কিছুই বলা নেই। এভাবে বর্তমানে নারীর সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ন করা হচ্ছে।