Lead Newsআন্তর্জাতিক
এবার ভারতীয় সংবাদপত্র ও ওয়েবসাইট নিষিদ্ধ করল চীন
ভারতে ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করার পাল্টা পদক্ষেপ নিয়েছে চীন। সব ভারতীয় সংবাদপত্র ও ওয়েবসাইট নিষিদ্ধ ঘোষণা করেছে চীন।
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ জানিয়েছে, চীনে ভারতীয় সংবাদপত্র ও ওয়েবসাইট নিষিদ্ধ ঘোষণা করা হলেও এখন পর্যন্ত চীনের কোনো নিউজ চ্যানেল বন্ধ করেনি ভারত সরকার।
এর আগে গতকাল সোমবার রাতে ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। উইচ্যাট, টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় চীনা অ্যাপসহ মোট ৫৯টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে নরেন্দ্র মোদি সরকার।
লাদাখের গালোয়ানে এক কর্নেলসহ ২০ ভারতীয় সেনার মৃত্যুর পর দেশজুড়ে যে প্রতিবাদ শুরু হয় তাতে সাড়া দিয়েই কেন্দ্রের পক্ষে এক বিবৃতিতে বলা হয়, দেশের সুরক্ষার কথা মাথায় রেখে এই সব অ্যাপ ব্লক করা হয়েছে।