এবার রিয়ার মাদক সেবনের ভিডিও ভাইরাল
টানা ৩ দিন জেরার পর মঙ্গলবার মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেফতার করে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তীকে। সেদিনই রিয়ার এক দফা জামিনের আর্জি খারিজ হয়ে যায়।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসেই রাত কাটান রিয়া চক্রবর্তী। বুধবার সকালে অভিনেত্রীকে মুম্বইয়ের বাইকুল্লা জেলে নিয়ে যাওয়া হয়। মাদককাণ্ডে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় তাঁকে। আগামী ২ সপ্তাহ বাইকুল্লা জেলেই রাখা হবে রিয়াকে।
বৃহস্পতিবার বিশেষ আদালতে রিয়াকে ফের ‘নির্দোষ’ দাবি করে জামিনের আবেদন করেন আইনজীবী সতীশ মানশিন্ডে। আবেদনে বলা হয়, ‘রিয়া কোনও অপরাধ করেননি। তাঁকে মিথ্যা ফাঁসানো হয়েছে। তাঁর থেকে এনসিবি জোর করে বয়ান আদায় করেছে!’
অর্থাৎ রিয়া বলতে চাইছেন, তিনি এনসিসবি-র জেরায় মাদককাণ্ডে জড়িত থাকা ও মাদক সেবনের যে-সমস্ত অভিযোগ স্বীকার করেছেন, তা সবই তাঁকে দিয়ে জোর করে করানো হয়েছে! কিন্তু কথায় বলে না, সত্যিটা চাপা দেওয়া যায় না, ঠিক একসময়ে বেরিয়ে আসে! রিয়ার ক্ষেত্রেও তার বিকল্প হল না!
তিনি যে ফের লাগামহীনভাবে মিথ্যে বলে চলেছে, তার সবথেকে বড় প্রমাণ সামনে এল, প্রকাশ্যে কিছু ভিডিও ফুটেজ যেখানে দেখা যাচ্ছে রোল করা সিগারেট খাচ্ছেন রিয়া চক্রবর্তী! সিগারেটের ভিতর হয় মারিজুয়ানা কিংবা হাশিশ রয়েছে।
প্রথম ভিডিওটি ২ মিনিট ৫৪ সেকেন্ডের। সেখানে দেখা যাচ্ছে একটি পার্টিতে রিয়া, সুশাসন্ত সিং রাজপুর এবং আরও বেশ কয়েকজন গান গাইছেন। যে ভিডিওটি শ্যুট করছেন, তিনি জানতে চান সুশান্ত কি চড়শ খাচ্ছেন ? উত্তরে তিনি জানান, না তিনি মাদক সেবন করছেন না! এটি VFX–Visual effects যার মাধ্যমে সিনেমায় সিগারেট থেকে ধোয়া বের হওয়ার দৃশ্য দেখানো হয়। কিন্তু রিয়া জানান, তিনি ‘রোলড সিগারেট’ খাচ্ছেন!