ক্রিস গেইল মাঠে নিজের নানারকম অঙ্গভঙ্গির জন্যে বিখ্যাত। আবারও ক্রিস গেইলের আরেকটি মাঠের ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, গেইলের বলে আম্পায়ার একটি এলবিডব্লিউর আবেদনে সাড়া না দেয়ায় তিনি শিশুর মত কাঁদছেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার মজানসি সুপার লিগে।
বল করতে এসে প্রতিপক্ষের ওপেনার হেনরি ডেভিসের প্যাডে বল লাগিয়েই এলবিডব্লিউর জন্য জো্রালো আবেদন করেন গেইল। কিন্তু আম্পায়ার আবেদনে সারা না দেয়ায় শিশুর মতোই কান্নাকাটি করেন গেইল।
তার এমন কান্নার অভিব্যক্তি দেখে আম্পায়ারও না হেসে পারলেন না। গেইলের কান্নার সেই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।