করোনাভাইরাস

করোনাঃ ২৪ ঘন্টায় সবচেয়ে কম মৃত্যু; নতুন শনাক্ত ২.৮২%

গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়েছে। এটি গত ২৮২ দিনের মধ্যে এক দিনে সর্বনিম্ন মৃত্যুর ঘটনা। এর আগে গত বছরের ৬ মে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছিল।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৪০৪ জনের। দেশে এখন পর্যন্ত ৫ লাখ ৩৯ হাজার ৯৭৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ হাজার ২৫৩ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৩৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ৮২ শতাংশ।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। দেশে সংক্রমণ শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। মাস দু-এক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। তবে ডিসেম্বরে সংক্রমণ আবার কমতে শুরু করে। গত তিন সপ্তাহের বেশি সময় রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − one =

Back to top button