করোনাভাইরাস
করোনাঃ ২৪ ঘন্টায় সুস্থ ৫৫৯জন, নতুন আক্রান্ত ২.৩০%
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ২২১জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩১৬ জন। মোট শনাক্ত ৫ লাখ ৩৮ হাজার৩৭৮জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৫৫৯জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৮৩হাজার ৯৩১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ২০৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৪১টি নমুনা সংগ্রহ এবং ১৩হাজার ৭৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৭লাখ ৬২হাজার ৭৭৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৩০শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৮৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।।