করোনাক্রান্ত জাফরুল্লাহ চৌধুরীর শয্যাপাশে বিএনপির নেতৃবৃন্দ
করোনাভাইরাসে আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক পরিস্থিতির খবরাখবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে প্রতিনিধি দলটি ডাঃ জাফরুল্লাহ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী হাস্যোজ্জ্বল মুখে বিএনপি চেয়ারপারসনের উপহার গ্রহণ করেন এবং টেলিফোন করে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানান।
বেগম খালেদা জিয়া তার শারীরিক খোঁজখবর নিয়ে তার সুস্থতা কামনা করে বলেন, “আপনি ভেঙে পড়বেন না, সারাদেশের মানুষ আপনার জন্য দোয়া করছে। পরম করুনাময় আল্লাহ নিশ্চয়ই আপনাকে সুস্থ করে তুলবেন।”
উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গত রবিবার পরীক্ষার মাধ্যমে করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত হন। এ সময় ড. চৌধুরী বলেন, “শনিবার ইফতারের আগে আমার জ্বর আসে সেইসঙ্গে কাশি দেখা দেয়। এরপর গণস্বাস্থ্যের কিট দিয়েই পরীক্ষা করি। আর এন্টিজেন পজিটিভ আসে। আমি করোনায় আক্রান্ত হবার কারণে সঙ্গে সঙ্গে আইসোলেশনে চলে যাই।”