Lead Newsকরোনাভাইরাসজাতীয়

করোনাভাইরাসঃ দেশে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

বাংলাদেশে প্রুতিদিনই বেড়ে চলছে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৪৪ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৮৫৬ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১১৩৯ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৮৪ হাজার ৩৭৯ জন।

শনিবার( ১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩৫জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৯০৭টি।

গত ২৪ ঘণ্টায় যে ৪৪ জন মারা গেছেন এদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ১১ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ১৩, সিলেটে ২, রাজশাহীতে ৪, খুলনায় ১, বরিশালে ৪ জন এবং রংপুর বিভাগে ১ জন মারা গেছেন।

মৃত ৪৪ জনের বয়স:

  • ২১ থেকে ৩০ বছর বয়সী: ১ জন।
  • ৩১ থেকে ৪০ বছর বয়সী: ৬ জন।
  • ৪১ থেকে ৫০ বছর বয়সী: ৫ জন।
  • ৫১ থেকে ৬০ বছর বয়সী: ১১ জন।
  • ৬১ থেকে ৭০ বছর বয়সী: ১১ জন।
  • ৭১ থেকে ৮০ বছর বয়সী: ৭ জন।
  • ৮১ থেকে ৯০ বছর বয়সী: ৩ জন

অধ্যাপক নাসিমা বলেন, একদিনে আরো ৫৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৭ হাজার ৮২৭ জন সুস্থ হলেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

গত ২৪ ঘণ্টায়

মোট

শনাক্ত 

২৮৫৬  ৮৪৩৮৯
মৃত্যু ৪৪

১১৩৯

সুস্থ

৫৭৮ ১৭৮২৭
পরীক্ষা ১৬৬৩৮

৪৮৯৯৬০

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লাখ ২৮ হাজার ৪৮৮। এছাড়া আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ৫১ হাজার ৮৯৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৯ লাখ ৭৩ হাজার ২০৩ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − 1 =

Back to top button