করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাংবাদিকের মৃত্যু!
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানী উত্তরার রিজেন্ট হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দৈনিক সময়ের আলো পত্রিকার সিটি এডিটর ও চিফ রিপোর্টার হুমায়ুন কবীর খোকন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাত ১০টার কিছুক্ষণ পর কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন৷
তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা- সেটি নিশ্চিত হওয়া যায়নি৷ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস চিহ্নিত হলে তিনি হবেন করোনা যুদ্ধে মৃত্যুবরণকারী দেশের প্রথম সাংবাদিক।
হুমায়ুন কবীর খোকন শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর রিজেন্ট হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ার পর তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।
তার একজন সহকর্মী জানান, দাঁতে ব্যথা-জ্বরের কারণে এক সপ্তাহ আগ থেকে ছুটিতে ছিলেন হুমায়ুন কবীর খোকন। পরবর্তীতে শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয় তার।
হুমায়ুন কবীর খোকন বৃহত্তর কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি ছিলেন। সময়ের আলোর আগে দৈনিক আমাদের সময়ের প্রধান প্রতিবেদক হিসেবে কাজ করেন তিনি।