করোনাভাইরাসরাজনীতি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির ৫৬ নেতাকর্মীর মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিএনপির ৫৬ জন নেতাকর্মীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দলটির ১২১ জন নেতাকর্মী আক্রান্ত হয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

মির্জা ফখরুল, ঢাকা বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ নেতাকর্মী। এর মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে একজন আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজশাহী বিভাগে ৫ জন নেতাকর্মী আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে আক্রান্ত হয়েছেন ২৬ জন। এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে দলের পক্ষ থেকে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিন এ তথ্য জানান।

তিনি আরো বলেন, কুমিল্লা বিভাগে আক্রান্ত হয়েছেন ১৯ জন। এর মধ্যে ১৩ জন মারা গেছেন। খুলনা বিভাগে ৭ জন আক্রান্ত হয়েছেন। সিলেট বিভাগে ৮ জন আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। ফরিদপুর বিভাগে আক্রান্ত হয়েছেন ১৪ জন। এর মধ্যে একজন মারা গেছেন। অর্থাৎ সর্বমোট বিএনপির ১২১ জন নেতাকর্মী আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের।

এ সময় বিএনপি মহাসচিব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যাংকার, শিক্ষক, পেশাজীবী, শ্রমজীবী মানুষ এবং দলের যেসব লোক কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। সেইসঙ্গে তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও জানান মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে বিএনপির এ সিনিয়র নেতা অভিযোগ করে বলেন, সরকারের সীমাহীন ব্যর্থতার কারণেই দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে এবং মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − one =

Back to top button