Lead Newsকরোনাভাইরাসজাতীয়

করোনাভাইরাসে পুলিশ সদস্যের মৃত্যু!

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জসিম উদ্দিন (৪০) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেকের) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতেই তাকে ঢাকা মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

ওয়ারী থানার উপ পরিদর্শক (এসআই) রুবেল মল্লিক জানান, কনস্টেবল জসিম ওয়ারী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। গত ২৪ এপ্রিল করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে অসুস্থ্য হয়ে পড়েন তিনি। ২৫ এপ্রিল ফাঁড়ি থেকেই আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে।

এরপর তাকে ফকিরাপুলের হোটেল আল সালামে কোয়ারান্টিনে রাখা হয়। গতকাল সেখানে তার অবস্থার অবনতি হলে পরে রাতেই তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। মৃত্যুর পরে আজ বুধবার সকালে তার রিপোর্টে করোনা পজেটিভ আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 12 =

Back to top button