Lead Newsকরোনাভাইরাসসরকার
করোনাভাইরাস : আজ বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি বৈঠক
দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর জরুরি বৈঠক ডেকেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার বিকাল ৩টায় এ বৈঠকে সচিবরা অংশ নেবেন।
বৈঠকে করোনাভাইরাস মোকাবেলায় উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বৈঠকের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে’ বিকাল ৪টায় ব্রিফ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা রোববার জানানো হয়। তিনজন করোনা রোগীর মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। দুজন এসেছেন ইতালি থেকে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বলছে, দেশে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া পর্যবেক্ষণে রয়েছেন দুইজন।
সরকারি এই প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনা নিয়ে আতঙ্কিত না হলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।