করোনাভাইরাসনগরজীবন
করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন মন্ত্রী বীর বাহাদুর
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনাভাইরাস মুক্ত হয়েছেন।
বুধবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা পরীক্ষায় নেগেটিভ আসায় ও অন্য কোনো সমস্যা না থাকায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) কর্তৃপক্ষ মন্ত্রীকে ছাড়পত্র দিয়েছে। আজই রাজধানীর হেয়ার রোডের বাসায় ফিরবেন তিনি।
বেশ কিছু দিন ধরে মন্ত্রী নির্বাচনী এলাকায় করোনাকালীন ত্রাণ বিতরণ ও এ সংক্রান্ত কার্যক্রম তদারকি করছিলেন। এ সময়ে তিনি করোনা আক্রান্ত হন।
গত ৭ জুন তাকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে বান্দরবান থেকে ঢাকা সিএমএইচে আনা হয়।