Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাস
করোনায় বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ হাজারের বেশি
করোনায় ২৪ ঘণ্টায় আবারও ৬ হাজারের বেশি প্রাণহানি দেখলো বিশ্ব। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় আড়াই লাখ। ফলে আক্রান্তের সংখ্যা ছাড়ালো দেড় কোটি। মোট মৃত্যু ৬ লাখ ১৯ হাজার।
মঙ্গলবার ১১শ’র বেশি মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ৪০ লাখের বেশি মানুষ।
এদিন সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। মারা গেছেন ১৩শ’র বেশি মানুষ। মহামারিতে এ পর্যন্ত প্রায় ৮২ হাজার মানুষের প্রাণ গেছে দেশটিতে।ভারতে একদিনে রেকর্ড ৬৭২ জনের প্রাণহানিতে মৃতের সংখ্যা প্রায় ২৯ হাজার।
কোভিড-১৯ এ মৃত্যুর দিক থেকে স্পেনকে ছাড়িয়েছে দেশটি। চতুর্থ দেশ হিসেবে প্রাণহানি ৪০ হাজার অতিক্রম করতে যাচ্ছে মেক্সিকো।