আন্তর্জাতিককরোনাভাইরাস

করোনার ভুল সংবাদ প্রচার করে কারাগারে বার্তা সম্পাদক

করোনায় সংক্রমিত এক ব্যক্তি মারা গেছেন-‘ভুলে’ এমন সংবাদ প্রকাশ করায় মিয়ানমারের একটি অনলাইন সংবাদমাধ্যমের চিফ নিউজ এডিটরকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, অনলাইন সংবাদমাধ্যম দ্য পিউ‘র চিফ নিউজ এডিটর জাও ইয়ে টেটকে গত ১৩ মে গ্রেপ্তার করা হয়। সেদিনই তার অনলাইন সংবাদমাধ্যমে দাবি করা হয়, দেশটির পূর্ব কেরেন রাজ্য কভিড-১৯ রোগে একজনের মৃত্যু হয়েছে।

মিয়ানমারে এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত ১৯৯ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৬ জন। স্থানীয় সংবাদমাধ্যমের অভিযোগ, টেস্ট কম করা হচ্ছে বলেই শনাক্তের সংখ্যা কম।

জাও ইয়ের আইনজীবী শুক্রবার জানান, ‘অস্বাভাবিক’ দ্রুততার সঙ্গে ২০ মে তাকে শুনানিতে হাজির করা হয়।’

আইনজীবী মাইন্ট থুজার মাও বলেন, ‘৫০৫ (বি) ধারায় তাকে সাজা দিয়েছে কেরেনের আদালত।’

মিয়ানমারে এই ধারাটি বহুল আলোচিত। সাংবাদিক কিংবা মানবাধিকার কর্মীদের কাছে রীতিমতো ‘কুখ্যাত’। কোনো তথ্য একটু অস্থিরতা সৃষ্টি করলে ধারাটি সেখানে ব্যবহার করা হয়।

জাও ইয়ের স্ত্রী ফিউ উইন জানিয়েছেন ‘অন্যায্য সিদ্ধান্তের’ বিরুদ্ধে তিনি আপিল করবেন।

যে রাজ্যটি নিয়ে অভিযুক্ত সাংবাদিক সংবাদ প্রকাশ করেন সেখানে এখন পর্যন্ত দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সরকারি দাবি অনুযায়ী, মৃত্যুর খবর নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − six =

Back to top button