Lead Newsকরোনাভাইরাস

করোনায় দেশে আরো ৩৪ মৃত্যু, নতুন শনাক্ত ১৯৭৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৪১ জনে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৭৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন।

রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরো ৩ হাজার ৫২৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৯১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে দশ হাজার ৮০১টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ লাখ ৪২ হাজার ৬৫৬টি।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 8 =

Back to top button