করোনাভাইরাসপ্রবাস

করোনায় প্রবাসী বাংলাদেশিদের পাশে বর্ডারলেস হেলথ কেয়ার গ্রুপ

করোনা মোকাবিলায় বাংলাভাষাভাষী চিকিৎসকদের নিয়ে বর্ডারলেস হেলথকেয়ার গ্রুপের নতুন প্ল্যাটফর্ম গঠন। সিঙ্গাপুরসহ বিশ্বের নানা প্রান্তে থাকা সুবিধাবঞ্চিত বাংলাদেশিদের কর্মীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বর্ডারলেস হেলথ কেয়ার গ্রুপ চালু করতে যাচ্ছে চিকিৎসা বিষয়ক অনলাইন ক্লিনিক প্ল্যাটফর্ম।

বৃহস্পতিবার (১৪ মে) এই অনলাইন সেবার উদ্বোধন করেন বর্ডারলেস হেলথকেয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. ওয়েই সিয়ান ইউ।

বর্ডারলেস ক্লিনিক বিশ্বের প্রথম মাল্টি লিংগুয়াল ভিডিও কল সেন্টার সেবা যেখানে ২০ হাজারের বেশি চিকিৎসা সংক্রান্ত তথ্য সম্বলিত পাতা ও বিশ্বের বিভিন্ন দেশে থেকে যুক্ত হওয়া চিকিৎসকরা রয়েছেন। যার সেবা পাবে সিঙ্গাপুর, মালয়েশিয়ায় সহ বিশ্বের নানা প্রান্তে থাকা বাংলাদেশিরাও।

স্বাস্থসেবার এই অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে বলতে গিয়ে ড. ওয়েই সিয়াং বলেন,যে সকল বাংলাদেশি চিকিৎসক এবং স্বেচ্ছাসেবীরা আজকের এই প্ল্যাটফর্মের বাস্তবায়নে এগিয়ে এসেছে আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আমি আরো ধন্যবাদ জানাতে চাই যারা আমাদেরকে বাংলা ভাষায় এই টেলিমেডিসিন সেবাটি দিতে আমদের কে সমৃদ্ধ করেছেন। আমি জানিয়ে রাখতে চাই, যে বিদেশে বসবাসরত যেসকল বাংলাদেশিরা বিভিন্ন ডরমেটরিতে আছেন তারা যদি চান টিভির মাধ্যেম টেলিমেডিসিন সেবাটি পেতে তাহলে তারা বিনামূল্যে সেবাটির জন্য আবেদন করতে পারবেন। আমাদের পক্ষ থেকে তাদের হলরুমে একটি টেলিভিশন মনিটর স্থাপন করা হবে যার মাধ্যমে তারা ফ্রি টেলিমেডিসিন সেবাটি গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ হাইকমিশনের প্রকাশিত তথ্যে আমরা দেখতে পেয়েছি প্রায় দেড় লক্ষ বাংলাদেশি কর্মী সিঙ্গাপুরে কর্মরত আছেন যারা প্রতি বছর লক্ষ লক্ষ বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছেন যার আনুমানিক মূল্য ১৫ বিলিয়ন ইউএস ডলারের বেশি। এই বিশাল খাতটির অবস্থান বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি এর পরেই। তাই দেশের অর্থনীতিতে অবদান রাখা এই বিপুল পরিমাণ মানুষদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তাদের জন্য আজকের এই সেবার উদ্বোধন।

ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সাহায্যে আমরা এই সেবা সম্পর্কিত তথ্যগুলো দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছি, যাতে করে বিদেশে কর্মরত বাংলাদশী কর্মীরা ও তাদের পরিবারেরা নতুন প্রজন্মের এই ক্লিনিক সেবার সাথে যুক্ত হয়ে সেবাটি গ্রহণ করতে পারেন।

বিভিন্ন দেশে কর্মরত বাংলাদশি কর্মীরা বিশ্বের অবকাঠামগত উন্নয়নে অনবদ্য অবদান রেখে চলছেন। আশা করছি বর্ডারলেস হেলথ কেয়ার গ্রুপ তাদের পাশে তাদের এই অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =

Back to top button