করোনায় মারা গেলেন সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী
ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
অধ্যক্ষ নিলুফার মঞ্জুর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী।
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দিনগত রাত ১২টা ৫৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুমার পরিবার এবং সানবিমস স্কুলের সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মরহুমের পরিবার এবং সানবিমস স্কুল কর্তৃপক্ষ থেকে জানা যায়, গত শনিবার (২৩ মে) সৈয়দ মঞ্জুর এলাহী ও তার স্ত্রী নিলুফার মঞ্জুর করোনা আক্রান্ত হন। সৈয়দ মঞ্জুর এলাহীর শরীরে করোনার সংক্রমণের তেমন কোনো লক্ষণ না থাকায় তিনি বাসায় আছেন। নিলুফার মঞ্জুরের নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়। কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মরহুমের পরিবার এবং সানবিমস স্কুল কর্তৃপক্ষ থেকে জানা গেছে, জানাজা নামাজ শেষে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করা হবে।
নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের ওই স্কুলের প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত ছিলেন।
এদিকে নিলুফার মঞ্জুর মৃত্যুতে স্কুলের সাবেক শিক্ষার্থীদের অনেকেই দেশ এবং দেশের বাইরে থেকে গভীর শোক জানিয়েছেন।